মাদারীপুর সদর উপজেলাধীন ঝাউদি ইউনিয়নের মাদ্রা বাজারে অবস্থিত শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক ।
২০০৬ সালে এই ব্যাংক এখানে এর কার্যক্রম চালু করে। শুরু থেকে অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।
অতি সম্প্রতি নেপাল থেকে ১০ সদস্য বিশিষ্ট কমিটি অত্র শাখা পরিদর্শন করেন এবং শাখার কার্যক্রমে শন্তুষ্ট হয়ে ভূয়শী প্রসংশা করেন।
এইব্যাংকে কর্মকর্তা কর্মচারী সহ সাতজন সহকর্মী কর্মরত আছেন। শুরু থেকেই এইশাখাটি লাভের শাখা। মাদারীপুর জোনে ৬৭ টি শাখা আছে। এর মধ্যে ২০১৩ সালেঅত্র শাখা সক্রিয় সদস্য বৃদ্ধিতে ০৩ নং অবস্থানে আছে। অত্র শাখার অনাদায়ীঋনির পরিমান খুবই নগন্য। অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ সাধারন দরিদ্রমানুষ" তথা সর্ব শ্রেনীর মানুষকে আন্তরিকতার সাথে সেবা দিয়ে আসছে এবং তারাওঅত্র প্রতিষ্ঠানকে ভালবাসেন। শাখার কার্যক্রম সম্প্রসারন হচ্ছে। আশা করাযায় বর্তমান সহকর্মীদের সুযোগ্য কর্মদক্ষতা ও পরিশ্রমে এ ব্যাংক আরোবিস্তৃত ও উন্নত হয়ে উঠবে বলে বিশ্বাস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS